মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দেড় বছরে দ্বিগুণ, চড়া সুদের প্রলোভন দেখিয়ে ৩০ কোটি টাকা গায়েব বাবা ও ছেলের  

Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৬Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: দেড় বছরের টাকা দ্বিগুণ হবে। মোটা সুদের প্রলোভন দিয়ে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রতারিত আমানতকারীরা বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আশরাফাবাদ কলোনির বাসিন্দা বাবা গৌতম মণ্ডল ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন দৈনিক সঞ্চয় একটি প্রকল্প খুলেছিলেন। গ্রামের গরিব মানুষের কাছে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দৈনিক সঞ্চয় করলে দেড় বছরের মাথায় দ্বিগুণ টাকা ফেরত দেবেন। সরল বিশ্বাসে বিভিন্ন বাজারের দোকানদার, ফেরিওয়ালা, দিনমজুর, টোটোচালকরা দৈনিক সঞ্চয়ের ওই ফাঁদে পা দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা গৌতম ও তাঁর ছেলেরা বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহ করতে যেতেন। অল্প সময়ের মধ্যে অনেক টাকা ফেরত পাওয়ার আশায় দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে অনেকেই টাকা জমিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে বহু আমানতকারীর সঞ্চয়ের মেয়াদ শেষ হয়েছে। কবে টাকা ফেরত পাবেন তা নিয়ে তাঁরা বাবা ওই দুই ছেলের সঙ্গে কথা বলতে থাকেন। গৌতম ও তাঁর ছেলেরা দু'-চার দিনের মধ্যে টাকা ফেরত দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। 

রবিবার সকালে আমানতকারীরা জানতে পারেন, গৌতম ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন বেপাত্তা হয়ে গিয়েছেন। আমানতকারীরা আশরাফাবাদ কলোনিতে তাঁদের বাড়িতে ভিড় করেন। পরিবারের লোকেরা জানান, গৌতম ও তাঁর দুই ছেলে বাড়িতে নেই। অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গৌতম ও তাঁর ছেলেদের মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল। প্রতারিত আমানতকারীরা তখন হাবড়া থানার দ্বারস্থ হন। বিষয়ের গুরুত্ব বুঝে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত নামে। গৌতমের শাশুড়ি ও এক পুত্রবধূকে পুলিশ আটক করেছে। 

আমানতকারী প্রৌঢ়া জয়ন্তী দাস বলেন, 'অশোকনগর রেল স্টেশনে আমি খাবার ফেরি করি। মেয়ের বিয়ের জন্য আমি দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে টাকা জমিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার টাকা ওঠার কথা ছিল। তার আগেই ফান্ডের কর্ণধার গৌতম মণ্ডল ও তার দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। জানি না আর টাকা ফেরত পাব কিনা। সুবিচারের দাবিতে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।'

অশোকনগর খোশদেলপুরের বাসিন্দা খোদাবৎ সাহাজি বলেন, 'আমি একটি মাংসের দোকান চালাই। ওই ফান্ডে চারটি বই করেছিলাম। ৫ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা আমার পাওয়ার কথা ছিল। তার আগেই শুনতে পাচ্ছি, ফান্ডের মালিক পালিয়ে গিয়েছেন। জানি না টাকা আর ফেরত পাব কিনা।'

পুলিশ গ্রাহকদের অভিযোগ লিপিবদ্ধ করেছে। পলাতক গৌতম ও তাঁর দুই ছেলের খোঁজে পুলিশ তল্লাশি শুরু হয়েছে। তদন্তের স্বার্থে গৌতামের পরিবারের দুই মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই সঞ্চয় প্রকল্পের কর্ণধারদের নাগাল পাওয়ার চেষ্টা করছে।


HabraHabranewsdistrictincidentfraudnewsmoney

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া